কমলগঞ্জে মণিপুরিদের ৩০তম গুরুকীর্তন সম্পন্ন

February 5, 2023,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে বিভিন্ন ইউনিয়নের ১৪টি মণিপুরি গ্রামের অধিবাসীদের অংশগ্রহণে পূজা-অর্চনা, ধর্মীয় সংকীর্তন, মৃদঙ্গ বাদন, প্রভূবন্দনা ও প্রসাদ বিতরণের মাধ্যমে ৩০তম মণিপুরি গুরু কীর্তন-২০২৩ শুক্রবার ৩ ফেব্রুয়ারি রাতে সম্পন্ন হয়েছে।

ধর্মীয় ভাব গাম্ভীর্য্যরে মধ্য দিয়ে শুক্রবার সকাল থেকে শুরু হাওয়া এ গুরুকীর্তন রাত পর্যন্ত চলবে। ধর্মীয় সংগঠন ভানুগাছ লেইপাক ফালুর আয়োজনে আদমপুর ইউনিয়নের কাটাবিল গ্রামে মণিপুরিদের বৃহৎ এ ধর্মীয় সংকীর্তন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ভানুগাছ লেইপাক ফালুর তৎকালীন অধিপতি স্বর্গীয় কৃর্তিজিৎ রাজকুমার ১৯৯৩ইং সালে প্রয়াত গুরুজনদের শ্রদ্ধাভক্তি নিবেদন ও তাদের আত্মার মঙ্গলের উদ্দেশ্যে এ সংকীর্তন প্রতিষ্ঠা করেছিলেন।

প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতি বছরের মাঘ ত্রয়োদশী তিথিতে পালাক্রমে ১৪টি গ্রামে মণিপুরি গুরুকীর্তন অনুষ্ঠিত হয়ে আসছে। অনুষ্ঠানে হাজারো ভক্তের আগমন ঘটে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com