কমলগঞ্জে মণিপুরি প্রাথমিক শিক্ষক সমিতির বৃত্তি প্রদান

October 29, 2022,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে মণিপুরি প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে মণিপুরি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  অক্টোবর বিকাল সাড়ে ৩টায় আদমপুর মণিপুরি কালচারাল কমপ্লেক্সে এ বৃত্তি প্রদানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ।

মণিপুরি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কুঞ্জ রানী সিনহার সভাপতিত্বে ও শিক্ষিকা কনথৌজম শিল্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মণিপুরি কালচারাল কমপ্লেক্স এর সভাপতি এল জয়ন্ত সিংহ, বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ কমলগঞ্জ শাখার সভাপতি বীরেন্দ্র সিংহ, একডোর নির্বাহী পরিচালক লক্ষ¥ীকান্ত সিংহ। স্বাগত বক্তব্য রাখেন মণিপুরি প্রাথমিক শিক্ষক সমিতি কমলগঞ্জ শাখর সাধারণ সম্পাদক অরুন কুমার সিংহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মণিপুরি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি শান্ত কুমার সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, হকতিয়ারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপন, সহকারী শিক্ষক বৃন্দা রানী সিনহা প্রমুখ।

অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণির ৩৬ জন ও ৪র্থ শ্রেণির ৩১ জন শিক্ষার্থী মণিপুরি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে প্রতিক্লাসে প্রথম ৩ জনকে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট ও বাকীদের শান্তনা পুরষ্কার প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com