কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের পাঠ সহায়ক সাজেশন ও হেন্ডনোট বিতরণ

June 15, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রভাবে বাড়িতে থাকা ছাত্রদের অগ্রগতির প্রস্তুতির লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে পাঠ সহায়ক সাজেশন ও হেন্ডনোট বিতরণ করলো মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার ১৫ জুন সকাল ১০টা থেকে ওই বিদ্যালয়ের প্রত্যক ছাত্রদের বাড়ি বাড়ি গিয়ে এসব শিক্ষাসামগ্রী বিতরণ করা হয় এবং তাদের পরিক্ষার প্রস্তুতি গ্রহনে অবহিত করা হয়। পাঠ সহায়ক সাজেশন ও হেন্ডনোট বিতরণ করেন মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশিষ্ট লেখক-গবেষক আহমদ সিরাজ, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য ও ভারপ্রাপ্ত সভাপতি শামসুজ্জামান চৌধুরী, সহকারি শিক্ষক মো মশিউর রহমান চৌধুরী, পিন্টু দেব ও কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আবুল হোসেন।
আলাপকালে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশিষ্ট লেখক-গবেষক আহমদ সিরাজ জানান, ছাত্রদের লেখাপড়ায় সঠিকভাবে যুক্ত থাকার জন্য এসব শিক্ষা সহায়ক পাঠ সাজেশন ও হেন্ডনোট ছাত্রদের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হয়। এতে ছাত্র ও অভিভাবকরা খুশী হয়েছেন। এছাড়া ছাত্রদের বিশেষ ব্যবস্থায় এক পরীক্ষা গ্রহণের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com