কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে নিরাপদ দুরত্বে অংশগ্রহণমূলক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

July 29, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে প্রস্তাবিত মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ছাত্রদের নিরাপদ দুরত্ব বজায় রেখে অংশগ্রহণ মূল্যায়ন পরীক্ষা-২০২০ অনুষ্ঠিত হয়।
করোনা পরিস্থিতির কারণে বিদ্যালয় বন্ধ ও অনলাইনে ছাত্রদের পড়ালেখারও সুযোগ নেই। তেমনি পরিস্থিতিতে বিদ্যালয়ের ছাত্র-অভিভাবক এবং পরিচালনা কামটির সমন্বিত প্রচেষ্টায় ছাত্র পাঠ সহায়ক ব্যবস্থা নেয়া হয়। পরবর্তী পর্যায়ে ২০ জুলাই থেকে ২৮ জুলাই মঙ্গলবার পর্যন্ত বিদ্যালয় সংলগ্ন ৮টি গ্রামের ৯টি স্থানে গুচ্ছ গুচ্ছ পদ্ধতিতে শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে মূল্যায়ন পরীক্ষা নেয়া হয়।
পরীক্ষার স্থানসমূহ হচ্ছে-উত্তর শ্রীনাথপুর, দক্ষিণ শ্রীনাথপুর, বারামপুর,রামেশ্বরপুর, গকুলনগর, মথুরাপুর, জালালিয়া, চেরারপার, যোগিবিল। পরীক্ষায় ছাত্রদের উপস্থিতির হার ছিল প্রায় ৯৩ শতাংশ।
ব্যতিক্রমী এই পদ্ধতিতে ছাত্রদের পরীক্ষা কিভাবে দেখছেন জানতে চাইলে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, লেখক-গবেষক আহমদ সিরাজ বলেন, ছাত্ররা উদ্দীপ্ত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। এই ধারা অব্যাহত রাখতে পারলে চলমান করোনা পরিস্থিতির মাঝেও উদ্ভাবনী ভাবনার সুযোগ ঘটতে পারে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com