কমলগঞ্জে সবুজ বাংলা যুব সংঘের উদ্যোগে ১৫০ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান
May 9, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার পতনঊষারের সবুজ বাংলা যুব সংঘের উদ্যোগে করোনাভাইরাস মহামারিতে দুর্ভোগে পড়া নিম্ন আয়ের ১৫০ পরিবারকে উপহার স্বরূপ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ৯ মে শনিবার দুপুরে ব্রাহ্মণউষার গ্রামে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী, ঢাকাস্থ আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নেসার আহমদ, সংগঠনের সভাপতি আইনুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক নূরুল মোহাম্মদ সাইফুরসহ স্থানীয় সমাজকর্মী তালুকদার আমিনুর রহমান, আতিকুর রশীদ চৌধুরী কামরান, কবি জয়নাল আবেদীন, লোকমান আহমদ, দুলাল চৌধূরী, আব্দুল মুকিত হাসানী প্রমুখ। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ছোলা, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ লিটার তেল ও ১ প্যাকেট সেমাই।
মন্তব্য করুন