কমলগঞ্জে হা ডু ডু

February 14, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ কমলগঞ্জে গ্রামীণ ঐতিহ্য বহনকারী বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু অনুষ্ঠিত হয়। ১৪ ফেব্রুয়ারী রবিবার  সকল নয়টায় আদমপুরের কাউয়ারগলায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কাউয়ার গলা ফ্রেন্ড্স পাওয়ারের উদ্যোগে ১০ম হাডুডু টুর্নামেন্ট ২০২১ এর উদ্বোধন হয়। রাত সাড়ে নয়টায় সারা দেশের বিভিন্ন উপজেলা থেকে ১৬ টি দলের অংশগ্রহণে দিনব্যাপী  এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আবহমান বাংলার চিরন্তন

আকর্ষণীয় এ খেলা দেখতে দুর দুরান্ত থেকে আসা দর্শকদের উপচে পড়া ভিড় ছিল লক্ষনীয়। সারা দিনের হাডুডু টুর্নামেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমেদ, সাবেক আদমপুর ইউপি চেয়ারম্যান সাব্বির আহমেদ ভূঁইয়া, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, ইউপি সদস্য হাজী আলমগীর হাসান, মোস্তফা কামাল, ছাত্রলীগ নেতা কাইয়ুম বক্ত, সমাজ সেবক আকাশ আহমেদ, সাদেক হোসেন প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com