কমলগঞ্জে ৩য় প্রাইজমানি মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত
March 2, 2023,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কোনাগাঁও ফুটবল একাডেমির উদ্যোগে ৩য় প্রাইজমানি মিনি নাইট ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে পৌরসভা দল-পশ্চিম জালালপুর ফুটবল দলকে ট্রাইবেকারে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
বুধবার ১ মার্চ রাত সাড়ে নয়টায় আদমপুরের কোনাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে সাবেক ইউপি সদস্য হাবিব আলীর সভাপতিত্বে ও আব্দুল খালিকের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন। সমাপনী খেলা দেখতে মধ্য রাত পর্যন্ত মাঠের চারপাশে হাজারো নারী পুরুষের উপচে পড়া ভীড় ছিল।
মন্তব্য করুন