কমলগঞ্জ পুলিশ ও সাংবাদিকদের পিপিই দিলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি
May 9, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ থানা পুলিশ ও প্রেসক্লাবের সাংবাদিকদের ব্যক্তিগত সুরক্ষা পিপিই প্রদান করলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
৮ মে শুক্রবার বিকাল সাড়ে ৩টায় কমলগঞ্জ পৌরসভায় এক অনুষ্ঠানে কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমানের হাতে কমলগঞ্জ থানা পুলিশের জন্য ২০টি এবং কমলগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ ও সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমানের হাতে প্রেসক্লাবের মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের জন্য ১০টি পিপিই প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান, পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন