কমলগঞ্জ ‘ম্যাগনেট পিলার’ খোঁজার বিদেশী সরঞ্জাম উদ্ধার

September 14, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ র‌্যাব-৯ এর একটি টিম অভিযান চালিয়ে ‘ম্যাগনেট পিলার’খোঁজার বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে। ১২ সেপ্টেম্বর রবিবার বিকেল সাড়ে ৫টায় ভানুগাছ বাজারের কলেজ রোড থেকে সরঞ্জামগুলো উদ্ধার করা হয়।
সোমবার রাতে র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, উদ্ধারকৃত সরঞ্জামগুলোর মধ্যে ২টি বিদেশি ডিটেকক্টর মেশিনবক্সের ভিতরে রয়েছে বিদেশি প্রফেশনাল গোল্ডমেটাল ডিটেক্টর ফাইন্ডার, স্ক্যানার আন্ডারগ্রাউন্ড লং রেঞ্জ, গোল্ড ডিটেক্টর ডিগার, ডায়মন্ড-সিলভার-কপার, এনআরজি ৪৩টি, কসটেপ ৫টি এবং এগুলো ব্যবহারের ইউজার ম্যানুয়েল বই।
র‌্যাব-৯ এর মুখপাত্র মেজর মাহফুজুর রহমান জানিয়েছেন, তারা ধারণা করছেন কোনো একটি চক্র এসব সরঞ্জাম ফেলে গেছে। এসব সরঞ্জাম ‘ম্যাগনেট পিলার’ খোঁজার কাজে ব্যবহার করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন র‌্যাব-৯ এর এএসপি মো. লুৎফর রহমান। উদ্ধারকৃত সরঞ্জাম কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com