করোনায় কর্মহীন মানুষের মাঝে গুলবাগ যুব সমাজের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ
April 1, 2020,

স্টাফ রিপোর্টার॥ দেশের ক্লান্তি লগ্নে মহামারী করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে মৌলভীবাজার পৌর এলাকার বেড়িরচড়সহ তার আশপাশে ৪৫০ দরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ত্রান সামগ্রী পৌঁছে দিচ্ছেন গুলবাগ যুব সমাজ।
বুধবার ১ এপ্রিল দূপুরে বেড়িরচড় এলাকায় পৌর মেয়র ফজলুর রহমান ও মৌলভীবাজার মডেল থানার তদন্ত ওসি পরিমল দেবের উপস্থিতিতে ত্রান সামগ্রী দেয়া হয়। পরে গুলবাগ যুব সমাজ দরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ত্রান সামগ্রী পৌঁছে দেন। ত্রান সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তৈল, সাবান।
এসময় গুলযাগ যুব সমাজের কর্মীরা বলেন, করোনা ভাইরাসের প্রভাবে দিনমজুর ও খেটে খাওয়া এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো সব থেকে বেশি অসহায় হয়ে পড়েছেন। দেশের এই সংকটময় মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য।
মন্তব্য করুন