করোনা উপসর্গ নিয়ে মৃত এরশাদ মিয়ার দাফন করল তাকরীম ফাউন্ডেশন

July 1, 2020,

স্টাফ রিপোর্টার॥ রাজনগর উপজেলার রাজনগর ইউনিয়ের খারপাড়া গ্রামের মৃত এরশাদ মিয়া (৬০) গোছল, জানাজা ও দাফন করলো তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার। রাজনগর উপজেলার নির্বাহী কর্মকতা প্রিয়াঙ্কা পাল এর নির্দেশনায় বুধবার ১ জুলাই সকাল ১১ টায় তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার এর সিনিয়র সদস্য মাওলানা হিফজুর রহমান এর ইমামতি ও তাকরীম ফাউন্ডেশন এর সদস্যদের উপস্থিতিতে দাফন সম্পন হয়। এ সময় তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার এর টিম প্রধান সাইফুল ইসলাম (জুনেদ) জেলা টিম সমন্নয়কারী সুমন আহমদ, সিনিয়র সদস্য, মোঃ ছোবহান আলী, সাবেক ইউপি ১১ নং মোস্তফা পুর, ইউনিয়ন,শেখ তোফায়েল আহমদ, মোঃ তাজুল ইসলাম, মোঃ ইবাদ মজুমদার। এরশাদ মিয়া রাজনগর উপজেলার খারপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তার এর পুত্র।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com