করোনা ঝুঁকিতে দোকান না খোলার পরামর্শ : খুললে মানতে হবে স্বাস্থ্যবিধি-পৌর মেয়র

May 9, 2020,

স্টাফ রিপোর্টার॥  বিশ্বব্যাপী করোনার মহামারীকালীন সময়ে আমাদের দেশেও এর ব্যাপক প্রভাব পড়েছে। এ সময়ে সকলেরর জীবন ও জীবিকার তাগিদও রয়েছে। ঠিক এমন পরিস্থিতিতে ক্রেতা বিক্রেতাদের স্বাস্থ্য সুরক্ষায় মৌলভীবাজারের দোকান বন্ধ রাখলে ব্যবসায়ীদের ধন্যবাদ দেওয়া হবে। আর খোলা রাখলে কঠোভাবে সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মানতে হবে।

৯ এপ্রিল শনিবার মৌলভীবাজার শহরের পশ্চিমবাজারে বিজনেস ফোরাম কার্যালয়ে ব্যবসায়ীদের সাথে এক বৈঠকে তাদের উদ্দেশ্যে পৌরসভার পক্ষ এমন বার্তা দেন থেকে পৌর মেয়র মেয়র মোঃ ফজলুর রহমান।

বিজনেস ফোরামের সভাপতি নুরুল ইসলাম কামরানের সভাপতিত্বে এতে মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সহ-সভাপতি আবু সুফিয়ানসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একদিকে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকি। অন্যদিকে বন্ধ হয়ে আছে অর্থনীতির চাকা। আর এখন ব্যবসায়ীদের ঈদ মৌসুম।

মেয়র ফজলুর রহমান বলেন, যেহেতু সরকার ১০ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট সময়ে দোকান খোলা রাখার অনুমতি দিয়েছে। ব্যবসায়ীদের দোকান খোলা রাখা বা বন্ধ রাখা- এটা তাদের নিজস্ব সিদ্ধান্তের বিষয়। কিন্তু দিনদিন করোনা সংক্রমণের হার বাড়ছে। কেউ দোকান খুলতে চাইলে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে দোকান খুলতে হবে। আর স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় দোকান বন্ধ রাখলে তাদের ধন্যবাদ দেবো।

এদিকে ইতোমধ্যে মৌলভীবাজার শহরের জনপ্রিয় কাপড় ও ডিপার্টমেন্ট স্টোর এমবি ও বিলাস ঈদ মৌসুমে তাদের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এছাড়াও এসআর প্লাজা, টিএস প্লাজাসহ বেশ কটি শপিং মল, মার্কেট ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com