কর্মচারী ও ক্রেতাদের স্বাস্থ্য বিবেচনায় ঈদে বন্ধ থাকবে ‘বিলাস’

স্টাফ রিপোর্টার॥ করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ থেকে কর্মচারী ও ক্রেতাদের নিরাপদ থাকতে আসছে ঈদে অন্যতম সুনামধন্য প্রতিষ্ঠান বিলাস ডিপার্টমেন্টাল স্টোর বন্ধ থাকবে।
বিলাসের পরিচালক সুমন আহমদ জানান, মৌলভীবাজার ও শ্রীমঙ্গল-দুটি শাখা আগামী ৩১ মে পর্যন্ত বন্ধ রাখা হবে। আমাদের ক্রেতা ও কর্মচারীদের স্বাস্থ্যের ব্যাপারে বিলাস কর্তৃপক্ষ খুবই যত্নশীল।
বিলাসের মৌলভীবাজার ও শ্রীমঙ্গল মিলে প্রায় ৫৫০ জন কর্মচারী রয়েছেন। প্রতিটি কর্মচারী আমার পরিবারের সদস্য। এরা অসুস্থ হলে বা কেউ মারা গেলে তাদের জীবন আমরা কেউ দিতে পারবনা। এরা আমার প্রতিষ্ঠানের প্রাণ। তাদের সবার আবার আলাদা আলাদা পরিবার রয়েছে। অনেকেই আছেন যার একমাত্র আয়ে পরিবার চলে।
এমতাবস্থায় করোনাভাইরাস যেভাবে দ্রুত সংক্রমণ হচ্ছে, তাতে আসছে ঈদুর ফেতর উপলক্ষে প্রতিষ্ঠান খোলা রাখলে প্রতিটা কর্মচারী আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকবে। সেই সাথে আমাদের অসংখ্য ক্রেতা জীবন হুমকিতে পড়তে পাড়ে। সবার স্বাস্থ্যের কথা চিন্তা করে ৩১ মে পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
তিনি আরও জানান, খোলা রাখতে পারলে আমাদের লাভ হত। আমাদের লাখ লাখ টাকা ক্ষতি হচ্ছে। গত দুই দিন আমি অনেক ভেবেছি খোলা রাখা যায় কিনা। তা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। কিন্তু করোনাভাইরাস যেভাবে সংক্রমিত হতে পারে তা প্রতিরোধ করা সম্ভব নয়। জীবীকার আগে জীবনকে গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত আমাদের প্রতিষ্ঠান থেকে নিয়েছি।
ঈদের কেনাকাটার সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। গ্রাহকদের স্বাস্থ্যের ব্যাপারে আমরা যত্নশীল। সবার সম্মিলিত প্রচেষ্টাই এই রোগ থেকে মুক্তির অন্যতম উপায়। প্রতিষ্ঠানটির পরিচালক সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
মন্তব্য করুন