কাজের মেয়েকে নির্যাতনের অভিযোগে রুপালী ব্যাংক কর্মকর্তা আটক

June 9, 2020,

স্টাফ রিপোর্টার॥ কাজের মেয়েকে নির্যাতনের অভিযোগে রুপালী ব্যাংক লালা বাজার, সিলেট শাখার অফিসার মোজাহিদ আলীকে আটক করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার ৯ মে ভোরে মৌলভীবাজার শহরের গোবিন্দশ্রী এলাকার খালেক মিয়ার বাসা থেকে আটক করা হয়। ওই বাসাতে ব্যাংক কর্মকর্তা ভাড়া থাকতেন।
মৌলভীবাজার মডেল থানা পুলিশ জানায়, হাছনা বেগম নামের কাজের মেয়ে ব্যাংক কর্মকর্তা মোজাহিদ আলীর বাসায় থাকতো। ব্যাংক কর্মকর্তা কুলাউড়া উপজেলার হিংগাজিয়া গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে।
নির্যাতিত হাসনা বেগমের মামা আশিদ মিয়ার অভিযোগের ভিত্তিতে ব্যাংক কর্মকর্তাকে আটক করা হয়। অভিযোগে উল্লেখ করা হয় হাসনা বেগমের বাড়ি কমলগঞ্জের ধলাইরপার এলাকায়। ছোট কালে বাবা-মা মারা গেলে মামার বাড়িতে বড় হাসনা।
৮ বছর বয়সে এলাকার একজন লোকের কথায় মেয়েটিকে ব্যাংক কর্মকর্তার বাসায় কাজে দিলে দীর্ঘ ১০ বছরেও মেয়েটিকে বাড়িতে যেতে দিতনা অভিযুক্ত ব্যাংক কর্মকর্তা ও তার স্ত্রী সামছুন নাহার। বাড়িতে যাওয়ার কথা বললে মারপিঠ করতেন। তার শরিরের বিভিন্ন স্থানে আাঘাতের চিহ্ন রয়েছে। দীর্ঘদিন পর মেয়েটি সুকৌশলে বাসা থেকে পালিয়ে মামার বাড়িতে গেলে ঘটনা জানাজানি হয়। এলাকার ইউপি সদস্য মোতাহের ও অন্যান্যদের সহযোগিতায় মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে। নির্যাতিত মেয়েটি মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। যাহার মামলা নং- ৬ তারিখ ৯ জুন ২০২০।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com