কুলাউড়ায় দুর্যো*গকবলিতদের পাশে জেলা প্রশাসক

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
বৃহস্পতিবার ৮ মে বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ২ বান করে এ সহায়তা বিতরণ করা হয়।
বিতরণকালে জেলা প্রশাসক বলেন, প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানো সরকারের একটি অঙ্গীকার। সঠিক তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদান করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহ জহুরুল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: গোলাম আপছার প্রমুখ।
এ ছাড়া জেলা প্রশাসক উপজেলা পরিষদসহ বিভিন্ন সরকারি দপ্তর ও চলমান উন্নয়ন প্রকল্পসমূহ পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
মন্তব্য করুন