কুলাউড়ায় ব্যবসায়ী সমিতির অভিষেক ৩ জুলাই

July 2, 2025,

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান বৃহস্পতিবার ৩ জুলাই অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভূঁইয়া, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: গোলাম আপছার, ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক খন্দকার লুৎফুর রহমানসহ রাজনৈতিক, প্রশাসনিক, সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি বদরুজ্জামান সজল ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই জানান, অভিষেক অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে আয়োজনে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com