কুলাউড়ার আলীনগর সীমান্তে ভারতীয় যুবকসহ আটক ২ জন, করোনা পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্তে ভারতীয় যুবকসহ ২ জন বিজিবির হাতে আটক হয়েছে।
আটক দুজন হল- ভারতের কৈলাশহরের মাগুরউলী নিবাসী আফরুজ আলীর পুত্র তাজমল হোসেন (২০) ও কুলাউড়া উপজেলার দক্ষিণ হিঙ্গাজিয়া নিবাসী হাজী মো. আনু মিয়ার পুত্র মোশাহিদ আলী (১৪)।
জানা যায়, শুক্রবার ২১ মে দুপুরে ভারতীয় যুবক তাজমল ও কুলাউড়ার মোশাহিদ উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে টহলরত আলীনগর সীমান্ত ফাঁড়ির বিজিবির হাতে ধরা পড়ে।
পরে আলীনগর বিজিবি কুলাউড়া থানা পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করে সন্ধ্যায় আটক দুজনকে কোভিড-১৯ পরীক্ষার জন্য কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদেরকে পুলিশ প্রহরায় হাসপাতালের হোম আইসোলেশনে রাখা হয়।
শনিবার (২২ মে) তাদের ২ জনের স্যাম্পল নিয়ে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে হাসপাতালসূত্রে জানা গেছে।
এদিকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ ও বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার প্রচেষ্টার অভিযোগে আলীনগর বিজিবির এক সদস্য বাদী হয়ে শুক্রবার কুলাউড়া থানায় আটক দুজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে বলে ওসি বিনয় ভূষণ রায় জানান।
উল্লেখ্য, ভারতীয় যুবক তাজমল কয়েকদিন পূর্বে সবার অগোচরে অবৈধভাবে দক্ষিণ হিঙ্গাজিয়ায় তার আত্মীয় মো. আনু মিয়ার বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার সে কৈলাশহরে অবৈধভাবে ফেরার পথে তার আত্মীয় মোশাহিদকে সাথে নিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে উভয়ে বিজিবি সদস্যদের হাতে আটক হয়।
মন্তব্য করুন