কুলাউড়ায় করোনা আক্রান্তের সংখ্যা একশ ছুঁই ছুঁই

কুলাউড়া প্রতিনিধি॥ করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গের সন্দেহ নিয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার ১ জুলাই সকালে নতুন করে আরও ৯ জনের করোনা শনাক্তের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।
কুলাউড়া হাসপাতালসুত্রে জানা গেছে, বুধবার সকাল পর্যন্ত পাওয়া ৯ জন পজিটিভ রিপোর্টের মধ্যে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিএইচসিপি স্টাফ গুরাভুই এলাকার ১ জন, নর্তন এলাকার ১ জন, মিনারমহল এলাকার ১ জন, রামপাশা এলাকার ১ জন, উছলাপাড়াস্থ এনজিও আশা অফিসের স্টাফ ১ জন, রবিরবাজার এলাকার পল্লীবিদ্যুতের স্টাফ ১ জন, পালগ্রামের ১ জন, বিছরাকান্দির ১ জন ও হাজিপুরের হরিচকের ১ জন সহ মোট ৯ জন।
এনিয়ে মোট ৯৮ জন আক্রান্তের মধ্যে ৫৩ জন সুস্থ হয়ে করোনামুক্ত রয়েছেন বলে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে। এর মধ্যে করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৪৫ জন হোম আইসোলেশনে রয়েছেন। এছাড়া করোনা উপসর্গের সংগ্রহীত নমুনার ১৩ জনের রিপোর্ট অপেক্ষাধীন রয়েছে।
মন্তব্য করুন