কুলাউড়ায় গণপরিবহনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

June 9, 2021,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়েছে। উপজেলার কৌলা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। ৯ জুন বুধবার দুপুর ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত গণপরিবহনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী। সে সময় গণপরিবহনে স্বাস্থ্যবিধি অনুসরণ না করা এবং অতিরিক্ত যাত্রী নিয়ে গণপরিবহন পরিচালনা করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত অর্থদন্ড করে তা আদায় করেন। বিভিন্ন পত্রিকা, অন লাইন পোর্টালে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও ডিসি মীর নাহিদ আহসান এর নির্দেশনায় কুলাউড়া উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরী জানান, ৯ জুন মোবাইল কোর্ট পরিচালনা করে গণপরিবহনে নানান অনিয়ম পাওয়া যায়। স্বাস্থ্যবিধি অনুসরণ না করা ও সরকার নির্দেশিত আদেশ অমান্য করে অতিরিক্ত যাত্রী পরিবহন করার অপরাধে ১০ ব্যক্তি ও পরিবহন চালককে ৪ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এধরনের অভিযান ধারাবাহিকভাবে করা হবে। প্রয়োজনে আরোও কঠোর শাস্তি প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com