কুলাউড়ায় চা শ্রমিকদের করোনা টিকাদান ক্যাম্পেইন

April 5, 2021,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়ায় চা শ্রমিকদের করোনা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রোববার ৪ এপ্রিল সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা গাজীপুর চা বাগানে অনুষ্ঠিত ক্যাম্পেইনে বাগানের ২০০ চা শ্রমিককে এই টিকা প্রদান করা হয়।
এতে উপস্থিতিত ছিলেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আকতার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকির হোসেন, স্যানিটারি ইনস্প্যাক্টর জসিম উদ্দিন, ফিজিওথেরাপিষ্ট দুলাল চন্দ্র পাল, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আব্দুল আউয়াল, এমটি ইপি আই আফতাব উদ্দিন, সিএইচসিপি আহমদুল কবির, আমিনুল ইসলাম, স্বাস্থ্য সহকারী ককিল মালাকার, নূপুর কান্তি ধর প্রমূখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আকতার সীমান্তের ডাককে মোবাইলে জানান, চা শ্রমিক জনগোষ্ঠীকে করোনা টিকাদানের আওতায় আনতে এ কর্মসূচি পালন করা হচ্ছে। লকডাউনের জন্য ৫ এপ্রিল সোমবার থেকে উপজেলার বিভিন্ন চা বাগানে টিকাদান কর্মসূচি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। লকডাউন শেষে পরিস্থিতি বিবেচনা করে বিভিন্ন চা বাগানের শ্রমিকদের পর্যায়ক্রমে টিকাদান কর্মসূচি শুরু করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com