কুলাউড়ায় তালেব ডাকাতের আত্মসমর্পণ

October 29, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ অন্ধকারের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার জন্য কুলাউড়া থানায় এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন তালেব আলী নামে এক ডাকাত। বুধবার ২৮ অক্টোবর রাতে থানায় এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন তিনি। এ সময় পুলিশ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। তালেব পৃথিমপাশা ইউনিয়নের মখছন আলীর ছেলে।
থানা সূত্রে জানা গেছে, স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয় নিয়ে বুধবার রাতে থানায় এসে আত্মসমর্পণ করেন তালেব। অপরাধ জগৎ থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করে ডাকাতি এবং চুরির মত জঘন্য কোনো কাজে নিজেকে সম্পৃক্ত করবে না বলে অঙ্গীকার করেছেন তিনি। অন্ধকার জগৎ ছেড়ে আলোর পথে ফিরে আসায় পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, তালেব থানায় এসে আত্মসমর্পণ করে অঙ্গীকার করেছে সে এখন থেকে অপরাধ জগৎ থেকে দূরে থাকবে। পাশাপাশি সে পরবর্তীতে অপরাধে যুক্ত হচ্ছে কিনা, সে ব্যাপারে পুলিশের নজরদারি থাকবে।
এছাড়া তালেব ডাকাতের জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজি ব্যবস্থা করে দেওয়া হবে বলেও জানান ওসি ইয়ারদৌস হাসান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com