কুলাউড়ায় নির্যাতনকারীর হুমকিতে দুই সন্তানসহ পালিয়ে বেড়াচ্ছেন প্রবাসীর স্ত্রী
কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের দেখিয়ারপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীসহ ২সন্তানসহ বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। ১ এপ্রিল গভীর রাতে দেখিয়ারপুর গ্রামের প্রবাসী মতছিন আলীর বাড়িতে সন্ত্রাসী হামলা ও শ্লীলতাহানির ঘটনায় আহত প্রবাসীর স্ত্রী বিনা বেগম ৩ এপ্রিল কুলাউড়া থানায় মামলা দায়ের করেন। মামলা করার ১৬ দিন অতিবাহিত হলেও হামলাকারী গ্রেফতার না হওয়ায় তার অব্যাহত হুমকির কারণে তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন। ১২ এপ্রিল বুধবার প্রবাসীর স্ত্রী বিনা বেগম লিখিত অভিযোগ করেছেন মৌলভীবাজারের পুলিশ সুপারের কাছে।
নির্যাতিতা বিনা বেগম অভিযোগ জানান, আমার স্বামী বিদেশে থাকায় দুই মেয়ে শিশু সন্তানকে নিয়ে দেখিয়ারপুর গ্রামে নিজ ঘরে একা বসবাস করছি। বাদে মনসুর গ্রামের ছিদ্দেক আলীর ছেলে সুন্দর আলী (২৮) পার্শ্ববর্তী এলাকা থাকায় মাঝে মধ্যে আমার বাড়িতে আসা যাওয়া করতো। বিভিন্নভাবে আমাকে জিম্মি করে টাকা নিতে চাইলে দুস্কৃতি প্রকৃতির লোক বুঝতে পেরে তাকে আমার বাড়িতে আসতে বাধা দেই। বাধা দেয়ার কারণে ১ এপ্রিল দিবাগত রাত আড়াইটায় সুন্দর আলী তার দুই সহযোগিসহ দেশীয় ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। ঘরের দরজা ভাঙ্গার চেষ্টা করে না পেরে জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে সুন্দর আলী ধারালো দা দিয়ে আমার ওপর হামলা করে। এ সময়ে তার দুই সহযোগিসহ আমাকে মারপিট ও শ্লীলতাহানি করে। হামলাকালে আমার দুই মেয়ের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা যাবার সময় নগদ টাকাসহ স্বর্নালংকার ও মোবাইল ফোন নিয়ে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় প্রথমে কুলাউড়া ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নেনা।
এ ঘটনায় ৩ এপ্রিল কুলাউড়া থানায় মামলা দায়ের করি। থানার মামলা নম্বর ৩। মামলা করার কারণে সুন্দর আলী ধারালো অস্ত্র নিয়ে আমার বাড়িতে ও আমার বাপের বাড়িতে গিয়ে মেরে ফেলার হুমকি দিচ্ছে। ফলে আমি নিজের ও দুই শিশু সন্তানের জীবন নিয়ে শংকিত এবং বিভিন্ন আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়ে পালিয়ে বেড়াচ্ছি। সন্ত্রাসী হামলা ও হুমকির ঘটনায় ১২ এপ্রিল বুধবার মৌলভীবাজার পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ করেন। সন্ত্রাসী সুন্দর আলীর বিরুদ্ধে কুলাউড়া থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার এসআই নূর হোসেন বলেন, অভিযুক্ত সুন্দর আলী খারাপ প্রকৃতির লোক। তাকে গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা চলছে।
মন্তব্য করুন