কুলাউড়ায় প্রতিবন্ধী শিশু ঘর্ষককে গ্রেপ্তার

July 2, 2020,

এইচ ডি রুবেল॥ কুলাউড়ায় ১১ বছরের এক বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মাসুম আহমদ (২০) নামে এক ঘর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ১ জুলাই রাতে উপজেলার টিলাগাও ইউনিয়নের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। সে উপজেলার কর্মধা ইউনিয়নের বুধপাশা এলাকার মাসুক আহমদের ছেলে।

থানা সূত্রে জানা যায়,২০ এপ্রিল বুধপাশা এলাকার এক বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করে একই এলাকার মাসুম নামে একজন। পরে ২৮ এপ্রিল বাক প্রতিবন্ধী শিশুর পরিবার ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা করে।

পরবর্তীতে মাসুম এলাকা থেকে পালিয়ে যায়। বিভিন্ন সময় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে পারেনি পুলিশ। অবশেষে গতকাল বুধবার ১ জুলাই রাতে উপজেলার টিলাগাও ইউনিয়নের একটি এলাকা থেকে এস আই আব্দুর রহিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

আটকের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার এস আই আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে ধর্ষক মাসুমকে গ্রেপ্তার করতে সক্ষম হই।

তিনি আরও জানান, ধর্ষক মাসুমকে আজ বৃহস্পতিবার ২ জুলাই সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com