কুলাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ ১০০ পরিবার পেলেন প্রবাসীদের সহায়তা

September 26, 2022,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ দুস্থ পরিবারকে নগদ আড়াই হাজার টাকা করে অর্থ সহায়তা দিয়েছে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন, কার্ডিফ, ইউকে’ নামের যুক্তরাজ্যে বসবাসকারী প্রবাসীদের একটি সংগঠন। সোমবার ২৬ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা দেওয়া হয়।
জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে অনুষ্ঠান শুরু হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি একেএম সফি আহমদ সলমানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক হারুন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাহমুদুর রহমান খোন্দকার, আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলী আহমেদ, আনা মিয়া, সহ-সাধারন সম্পাদক সালেহ আহমদ, রফিকুল ইসলাম, প্রফেসর এম এ আজিজ, যুক্তরাজ্য প্রবাসী ইমরান শাফি রুমেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ প্রমুখ।
বক্তারা বলেন, দেশে নানা দুর্যোগে প্রবাসীরা এগিয়ে আসেন। সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ান। বক্তারা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে প্রবাসীদের কাছে আহ্বান জানান।
পরে অতিথিরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের হাতে অর্থ তুলে দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com