কুলাউড়ায় বিগত বন্যায় ক্ষতিগস্তদের মধ্যে বিনামূল্যে ডেউটিন বিতরণ
August 27, 2018,
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় নিউইয়র্ক কুলাউড়া সমিতি ও কুলাউড়া এসোসিয়েশন অব ইউ এস এ এর উদ্যোগে বিগত বন্যায় ক্ষতিগস্থদের মধ্যে একশত বিশ বান টিন বিতরণ করা হয়েছে।
২৭ আগষ্ট দুপুরে কুলাউড়া ডাকবাংলা মাঠে শরীফপুর,হাজীপুর,টিলাগাও এই ৩টি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ১ বান করে শতাধিক পরিবারের মাঝে বিনামূল্যে ডেউটিন বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে নিউইয়র্ক কুলাউড়া সমিতির নেতা এনামুল হকের সভাপত্বিতে ও সংগঠনের আহব্বায়ক মো: রেজাউল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ২ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন এম পি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা চ্যেয়ারম্যন আ, শ, ম, কামরুল ইসলাম ও পৌর মেয়র শফিউল আলম ইউনুস।
এসময় বক্তারা বলেন, সকল দূর্যোগে তারা দূর্গতদের পাশে দাড়ান ভবিষতেও পাশে থাকবেন।
মন্তব্য করুন