কুলাউড়ায় মনুনদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙ্গন : কয়েকটি এলাকা প্লাবিত

June 4, 2017,

স্টাফ রিপোর্টার॥ কয়েক দিনের ভারী বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুরে মনু নদীর প্রতিরক্ষা বাঁধের ভাঙ্গনে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ভাঙ্গনের ফলে প্রায় ৮ টি গ্রমের অন্তত ১‘শ টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ রয়েছে মনু প্রতিরক্ষা বাঁধের আরো অন্তত ৫ টি স্থান।


রোববার ৪ জুন দূপুর ২টার দিকে নিশ্চিন্তপুর এলাকায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে প্রবল বেগে পানি প্রবেশ করে শরিফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর, সোনাপুর, দত্তগ্রাম ও হাজিপুর ইউনিয়নের দাউদপুর, ভুঁইগাও, সুলতানপুর, রনচাপ, পাইকপাড়া সহ বেশ কয়েকটি গ্রাম তলিয়ে গেছে। এছাড়া চাতলাপুর, কোনাগাঁউ, টগরপুর, কামারচাক, ভাঙ্গারহাট সহ আরো কয়েকটি স্থানে মনু প্ররিক্ষা বাঁধে ফাটল দেখা দেয়ায় ঝুকিপূর্ণ রয়েছে।
অপরদিকে কমলগঞ্জ উপজেলার উত্তর আলেপুর, ঘোড়ামারা ও নাজাতকোনা এলাকায় ধলাই নদীর পুরাতন ভাঙ্গন দিয়ে বন্যার পানি প্রবেশ করে অন্ততপক্ষে ১৫টি গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে।
বন্যা কবলিত এলাকার মানুষ খোলা আকাশের নিচে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com