কুলাউড়ায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

December 1, 2022,

এস আর অনি চৌধুরী॥ কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের লক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১ ডিসেম্বর দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় বিজয় দিবস উদযাপনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সুশীল চন্দ্র দে, বীর মুক্তিযোদ্ধা মাসুক মিয়া, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া সরকারি কলেজের প্রভাষক বদরুল হোসেন, উপজেলা স্কাউট সম্পাদক ও সিনিয়র শিক্ষক সোহেল আহমদ, শিল্পকলা একাডেমি সম্পাদক অমলেন্দু চক্রবর্তী বিপুল প্রমুখ।

দিবসটি উপলক্ষে শুরুতে সকালে ৩১ বার তোপধ্বনি, স্বাধীনতা সৌধে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৮টায় কুলাউড়া এনসি স্কুল মাঠে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে।

পরে সকাল ১০ টায় বিজয় শোভাযাত্রা, সকাল ১১টায় বঙ্গবন্ধু উদ্যানে মক্তিযোদ্ধা সংবর্ধনা, বিকেলে এনসি স্কুল মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও সন্ধ্যায় বঙ্গবন্ধু উদ্যানে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন মসজিদ ও উপাসনালয়ে মোনাজাত-প্রার্থনা অনুষ্ঠান এবং হাসপাতালসমূহে রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com