কুলাউড়ায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ি আটক

July 2, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলায় র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা এক অভিযান চালিয়ে ৯শ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

বৃহস্পতিবার ২ জুলাই দুপুরে শ্রীমঙ্গল র‌্যাব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি এর নেতৃত্বে এএসপি সোমেন মজুমদারসহ র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া উপজেলার লালপুর এলাকায় এলাকায় অভিযান চালিয়ে আকমল হোসেন কাবুল (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী লালপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

শ্রীমঙ্গল র‌্যাব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি দৈনিক অধিকারকে জানান, ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীকে কুলাউড়ায় থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com