কুলাউড়ায় শেখ রাসেলের জম্মবার্ষিকী পালিত

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা প্রশাসন ও শিশু একাডেমীর আয়োজনে ১৮ অক্টোবর রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেল এর ৫৬ তম জম্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে ও শিক্ষার্থী নুসরাত জাহান নৌশিন এর পরিচালনায় পরিষদ সভাকক্ষে জম্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরনীতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ কাজী ফজলুল হক খান সাহেদ, বিআরডিবি চেয়ারম্যান ফজলুল হক ফজলু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অঃদাঃ) আবুল বাশার। বক্তব্য রাখেন শিশু বক্তা রেদওয়ানুল হক রাদিম, তৃহা দাস, জয়জিৎ দাস প্রমুখ। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভুমি) নাজরাতুন নাঈমসহ অতিথিবৃন্দ শিশুদের নিয়ে কেক কেটে জম্মদিনের উদযাপন, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিশু শিল্পীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
মন্তব্য করুন