কুলাউড়ায় সংবাদপত্র হকারদের মাঝে বেনীআসহকলা পত্রিকার ঈদ সামগ্রী বিতরণ

May 24, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ করোনা মহামারীর কারণে দেশে দীর্ঘদিন ধরে লকডাউনে কর্মহীন থাকা সংবাদপত্র হকার্সদের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে কুলাউড়া থেকে প্রকাশিত সাপ্তাহিক বেনীআসহকলা পত্রিকা। সাপ্তাহিক বেনীআসহকলা পত্রিকার উদ্দোগে রোববার পত্রিকা সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম খান হিরোর পরিচালনায় হকার্সদের মাঝে ঈদ উপহার সামগ্রীর প্যাকেট বিতরন করেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী। ঈদ উপহার সামগ্রীর প্যাকেটে ছিল ১ কেজি ময়দা, ১ লিঃ তেল, ১ পেঃ সেমাই, ১ পেঃ নুডুস, ১ কেজি চিনি, ১ পেঃ প্রান দুধ, গরম মশলা ও সাবান।

প্রেসক্লাব সভাপতি কার্যালয়ে বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, কুলাউড়া সাংবাদিক সমিতির সম্পাদক নাজমুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমদ, বেনীআসহকলা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ইঞ্জিনিয়ার মিফতা উদ্দিন বুলবুল, গনমাধ্যমকর্মী এইচ ডি রুবেল, শাহবান রশীদ চৌধুরী অনি প্রমুখ।

ঈদ উপহার সামগ্রী হস্তান্তরকালে কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী বলেন, করোনার কারণে সারা বিশে^র ন্যায় বাংলাদেশেও মানুষের স্বাভাবিক জীবন যাত্রা স্থবির হয়ে পড়েছে। এমন দুর্যোগে সংবাদপত্র প্রকাশ বন্ধ থাকায় সংশ্লিষ্ট হকার পরিবারগুলো কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে। সামর্থবানদের উচিত তাদের কল্যানে এগিয়ে আসা। তিনি এ মহামারী থেকে দ্রুত পরিত্রাণ পাওয়ার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com