কুলাউড়ায় সাবেক এমপি এ এন এম ইউসুফের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

October 22, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ মৌলভীবাজার-২ কুলাউড়া সংসদীয় আসনের সাবেক এমপি, প্রবীন রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব এ এন এম ইউসুফের ১১তম মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে কুলাউড়া উপজেলায় পালিত হয়েছে। ইউসুফ ফাউন্ডেশন ও মরহুমের পিতা এ এম গণীর নামে প্রতিষ্ঠিত কলেজের উদ্যোগে ২২ অক্টোবর বৃহস্পতিবার কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে এম এ গণী কলেজ সংলগ্ন মরহুমের কবর প্রাঙ্গণে ফাতেহা পাঠ, কোরআন তেলাওয়াত, কবরে পুষ্পস্তবক অর্পন, দোয়া মাহফিল ও স্মৃতিচারণমূলক আলোচনা সভার মধ্য দিয়ে মৃত্যুবার্ষিকী পালিত হয়।

কলেজের সভাপতি ফারুক উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও আবুল হোসেন এর পরিচালনায় স্মৃতিচারণমূলক আলোচনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ আহমদ, মরহুমের সুযোগ্য পুত্র বিশিষ্ট আইনজীবি এড. এ এন এম আবেদ রাজা, এম এ গণি কলেজের অধ্যক্ষ শাহ আলম সরকার, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি প্যানেল মেয়র জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, রাজনীতিবিদ আখদ্দছ আলী মাষ্টার, রাজানুর রহিম ইফতেখার, শেখ মো. শহীদুল ইসলাম, সারোয়ার আলম বেলাল, মো. লুৎফুল হায়দার, মো. তোফায়েল আহমদ, সানজিদা জামান। অনুষ্ঠানের শুরুতে মরহুমের জীবনী পাঠ করেন অত্র কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী সানজিদা আক্তার। সভায় বক্তারা মরহুমকে কুলাউড়া অঞ্চলের শিক্ষা বিস্তারের আলোর অগ্রদূত হিসেবে আখ্যায়িত করে তাঁর স্মৃতিকে ধরে রাখার আহ্বান জানিয়ে বলেন, তাঁর প্রতিষ্ঠিত কুলাউড়া সরকারি কলেজ, জুড়ী উপজেলার ফুলতলায় সাগরনাল শাহ-নিমাত্রা কলেজ, লংলা আধুনিক ডিগ্রী কলেজ, এম এ গণী আদর্শ কলেজ, সিংগুর হাইস্কুলসহ অসংখ্য স্কুল, মাদ্রাসা ও মসজিদ মরহুম উদ্যোগ না নিলে প্রতিষ্ঠিত হত না। এছাড়া অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, মরহুমের প্রতিষ্ঠিত লংলা আধুনিক ডিগ্রী কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, ভুকশিমইল ইউপির চেয়ারম্যান আজিজুর রহমান মনিরসহ অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিগণ।

উল্লেখ্য আলহাজ্ব এ এন এম ইউসুফ ১৯১৮ সালে জন্মগ্রহণ করেন ও ২০০৯ সালে মৃত্যুবরন করেন।

 

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com