কুলাউড়ায় স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা

June 9, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া বরমচাল ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে ৭ জুন রোববার বিকেলে নীলা বেগম (১৫) নামক এক স্কুল ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। সে বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের ৮ম শ্রেণির ছাত্রী।
স্থানীয় লোকজন ও নিহতের পরিবারের লোকজন জানান, ইসলামাবাদ গ্রামের জালাল মিয়ার স্কুল পড়ুয়া মেয়ে নীলা বেগমের সাথে একই গ্রামের মতছির আলীর পুত্র ২ সন্তানের জনক আলম মিয়ার প্রেমের সম্পর্ক চলছিলো।
প্রেমিক আলম মিয়া রোববার বিকাল ৪ টায় নীলা বেগমের বাড়িতে আসেন। এসময় তাদের মধ্যে বিয়ে ব্যাপারে কথা হয়। প্রেমিক আলম মিয়া নীলা বেগমের বিয়ের প্রস্তাব প্রত্যাখান করেন। কিছুক্ষণ পরে আলম মিয়া বাড়ি থেকে বেরিয়ে যাবার পর নীলা বেগম বমি শুরু করেন।
পরিবারের লোকজন দ্রুত কুলাউড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যা ৬টায় খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
এসআই আবুল বাশার জানান, প্রেমঘটিত কারণেই নীলার মৃত্যু হয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনাচার্জ ইয়ারদৌস হাসান জানান, আপাতত অপমৃত্যু মামলা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে বাবার অভিযোগ গ্রহণ করে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com