কুলাউড়ায় ১৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
November 30, 2022,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া ১৫৫ পিস ইয়াবাসহ আব্দুস সামাদ (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ১৫৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ২৯ নভেম্বর রাতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ এসআই বিদ্যুৎ পুরকায়স্থ -এর নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের ভুইগাও গ্রাম থেকে তাকে আটক করে।
আব্দুস সামাদের দেহ তল্লাশী করে তার কাছ থেকে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আব্দুস সামাদ দক্ষিণ কেওলাকান্দি গ্রামের সোহাগ মিয়ার ছেলে। গ্রেফতার আব্দুস সামাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন