কুলাউড়া ১০ লাখ টাকার বৈদ্যুতিক তার উদ্ধার, আটক ২

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া থানা পুলিশের অভিযানে বৈদ্যুতিক তার চুরির মামলায় পলাতক আসামী ময়নুল ইসলামকে সিলেট ওসমানীনগর থানা এলাকা থেকে ও কুলাউড়ার টিলাগাও ্এলাকা থেকে অপর আসামী রাজেল আহমদ ময়নুল নামে ২ তার চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এছাড়া অভিযানকালে পিকআপ ভর্তি ১০ লাখ টাকা মূল্যের চোরাই বৈদ্যুতিক তার জব্দ করা হয়েছে। কুলাউড়া থানার ওসি বিনয় ভুষন রায়ের নেতৃত্বে এবং ওসি (তদন্ত) আমিনুল ইসলামের সহযোগিতায় এসআই আব্দুর রহিম জিবানসহ পুলিশ ফোর্সের সফল অভিযানে চোরাই তারসহ ২ চোরকে আটক করা হয়।
থানা সুত্রে জানা যায়, কুলাউড়া থেকে একটি পিকআপ গাড়ীযোগে গত ৪ ফেব্রুয়ারী ভোররাতে বৈদ্যুতিক তার চুরি করে রবিরবাজারের দিকে নিয়ে যাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানা পুলিশ পিকআপ গাড়ীটি টিলাগাঁও নয়াবাজারে আটক করার জন্য ধাওয়া করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে নয়াবাজার-ডরিতাজপুর গ্রামের কাঁচা রাস্তায় চোরেরা গাড়ী ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ চোরাই ৮০০ মিটার বৈদ্যুতিক এ্যালমুনিয়াম মারলিন তার, মূল্য অনুমান ১০ লাখ টাকা ও টাটা পিকআপ গাড়ী উদ্ধার করে থানায় জব্দ করা হয়।
এ ব্যাপারে এসআই কামরুল ইসলাম বাদী হয়ে ঘটনার বিষয়ে থানায় মামলা দায়ের করলে কুলাউড়া থানা পুলিশ আসামীদের গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে তথ্য প্রযুক্তি ব্যবহার করে এসআই মোঃ আব্দুর রহিম জিবান গত বুধবার রাত দেড়টায় সিলেট জেলাধীন ওসমানীনগর থানা এলাকার গোয়ালাবাজারে এক অভিযান চালিয়ে পলাতক আসামী কুলাউড়া উপজেলাধীন কাকিচার নিবাসী মৃত আব্দুস ছত্তার এর পুত্র ময়নুল ইসলামকে এবং গত বৃহস্পতিবার রাত ২ টায় কুলাউড়ার টিলাগাঁও সালন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে পল্লী বিদ্যুৎ অফিসে অস্থায়ীভাবে বৈদ্যুতিক কাজে নিয়োজিত লংলা খাসের নতুন বস্তি নিবাসী মোঃ আব্দুর রহিমের পুত্র রাজেল আহমদ ময়নুলকে গ্রেফতার করা হয়। ওসি বিনয় ভুষন রায় জানান পরে গ্রেফতারকৃত আসামীদের মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালতে কাঃ বিঃ ১৬৪ ধারায় উভয় আসামী বৈদ্যুতিক তার চুরির দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান ও ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের নাম প”কাশ করে। ওসি জানান অন্যান্য আসামীদের গে”ফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে।
মন্তব্য করুন