কোনো এলাকেই সরকারের উন্নয়ন বরাদ্দ থেকে বাদ দেয়া হবে না-মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান

February 3, 2021,

আব্দুর রব মৌলভীবাজার জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান বলেছেন, সরকারের উন্নয়ন বরাদ্দ থেকে কোন এলাকাকেই বাদ দেয়া হবে না। সমহারে সকল জনপ্রতিনিধিকে নিজেদের এলাকার উন্নয়ন কাজের প্রকল্পে জেলা পরিষদ বরাদ্দ দিবে। তিনি উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদেরকে ৫ লাখ টাকার এবং পৌরসভার মেয়র ও ইউনিয়ন চেয়ারম্যানদেরকে ৩ লাখ টাকার উন্নয়ন প্রকল্প জমা দেয়ার আহ্বান জানান। তবে এক্ষেত্রে তিনি জনপ্রতিনিধগণকে জেলা পরিষদের স্ব-স্ব ওয়ার্ডের সদস্যদের জ্ঞাতার্তে প্রকল্প গ্রহণের অনুরোধ করেন।

তিনি ৩ ফেব্রুয়ারী বুধবার দুপুরে বড়লেখা জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা পরিষদের ১, ২, ৩ ও ৪ নং ওয়ার্ডের সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য আবু আহমদ হামিদুর রহমান শিপলুর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী (উপ-সচিব) খোদেজা খাতুন, জুড়ী উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ, জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলাম শিমুল, আজিম উদ্দিন, বদরুল ইসলাম, জুবেদা ইকবাল, জায়ফর নগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, সালেহ আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com