কোভিড-১৯ ভ্যাক্সিনের ২য় ডোজ শুরু ৮ এপ্রিল : রোজা রেখে ভ্যাক্সিন নেয়া যাবে

April 7, 2021,

স্টাফ রিপোর্টার॥ কোভিড-১৯ করোনা ভ্যাক্সিনের ২য় ডোজ আগামী ৮ এপ্রিল থেকে শুরু হবে। তবে কোন ভাবেই কেন্দ্র পরিবর্তন করে ২য় ডোজ ভ্যাক্সিন নেয়া যাবে না। পাশাপাশি রোজা রেখে ভ্যাক্সিন নেয়া যাবে বলে নিশ্চিত করেছেন, সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ। ভ্যাক্সিন গ্রহন বিষয়ে সিভিল সার্জন কার্যালয় থেকে ১১টি নির্দ্দেশনা দেয়া হয়েছে।

১।  ৮ই এপ্রিল থেকে SMS পাওয়া সাপেক্ষে ২য় ডোজের টিকা নেয়া যাবে।
২।  যাদের প্রাপ্য তাদের মােবাইলে মেসেজ চলে যাবে।
৩।  যাদের টিকা দেয়ার পর ২ মাস অতিবাহিত হয়েছে কিন্তু মেসেজ পাননি তারা অবশ্যই টিকা কার্ড, ঘওউ কার্ড এবং টিকা কার্ডের ফটোকপি নিয়ে টিকা কেন্দ্রে নিয়ে আসবেন।
৪।  দ্বিতীয় ডোজের জন্য আগত সবাইকে টিকা কার্ড এবং NID কার্ড নিয়ে আসতে হবে।
৫।  ২ মাসের আগে ২য় ডোজের ভ্যাক্সিন নেয়া যাবে না, পরে নেয়া যাবে (১২ সপ্তাহ পর্যন্ত)।
৬। রেজিষ্ট্রেশনকৃত (৬০,০০০ প্রায়) হজ্জ যাত্রীরা ১৮ বছরের বেশি হলেই রেজিষ্ট্রেশন করে ভ্যাক্সিন নিতে পারবেন। আপনারা দ্রুত রেজিষ্ট্রেশন করুন এবং ভ্যাক্সিন নিন।
৭।  ১ ম ডোজের টিকা প্রদান পূর্বের ন্যায় অব্যাহত থাকবে।
৮।  পর্যাপ্ত ভ্যাক্সিন আছে, শেষ হওয়ার ভয়ে ভীত হবেন না।
৯।  রোজা রেখে ভ্যাক্সিন নেয়া যাবে।
১০।  ভ্যাক্সিন দাতা এবং স্বেচ্ছাসেবীদের আপনারা সহযোগিতা করলে আপনাদের কাজ দ্রুত এবং সহজ হবে।
১১।  কেন্দ্র পরিবর্তন করে আপাতত ২য় ডোজ করোনা ভ্যাক্সিন নেয়া যাবে না।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com