খেলাফত মজলিস মৌলভীবাজার পৌর শাখার নবনির্বাচিত নির্বাহী পরিষদের শপথ গ্রহণ

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার পৌর শাখার নবনির্বাচিত নির্বাহী পরিষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৬ সেপ্টেম্বর বিকাল ৩ টায় জেলা মজলিস মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার পৌর শাখার নব নিবাচিত নির্বাহী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা শাখার সভাপতি শাইখুল হাদীস মুফতী হাবিবুর রহমান কাসেমী।
বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার পৌর শাখার সভাপতি মাওলানা ফারুক আহমদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা লুৎফর রহমান কামালী’র পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা শাখার সভাপতি শাইখুল হাদীস মুফতী হাবিবুর রহমান কাসেমী বলেন, ‘গণমানুষের সংগঠন দেশ খেলাফত মজলিস। খেলাফত মজলিসের মৌলভীবাজার পৌর শাখার কার্যক্রম আরো গতিশীল করতে একাধিক সাংগঠনিক পরিকল্পনা গ্রহণ করতে হবে।’
পরে দেশ জাতি ও মুসলিম উম্মাহ’র শান্তি এবং কারাবন্দী নেতা মাওলানা মামুনুল হকসহ সকল উলামায়ে কেরামের মুক্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
মন্তব্য করুন