গবাদিপশুর হাটে জীনাণুনাশক স্প্রে করল তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম এর উপস্থিতিতে মৌলভীবাজার জেলা ষ্টেডিয়াম সংলগ্ন মাঠে কুরবানীর গবাদিপশুর হাট ও চাঁদনীঘাট গবাদিপশুর হাটে জীবাণুনাশক স্প্রে করল তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার ২৯ জুলাই বুধবার।
প্রথমে চাঁদনীঘাট গবাদিপশুর হাটে পরে মৌলভীবাজার জেলা ষ্টেডিয়াম মাঠে এ কার্যক্রম পরিচালনা করে,আর কাজে সরাসরি অংশগ্রহণ করেন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার এর টিম প্রধান সাইফুল ইসলাম সরকার, জেলা টিম সমন্বয়কারী সুমন আহমদ, সিনিয়র সদস্য মোঃ জসিম উদ্দীন, সিনিয়র সদস্য মোঃ রেজাউল ইসলাম সালাম ও সিনিয়র সদস্য বদর”ল আহমদ।
উল্লেখ্য যে তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার জেলায় কোভিড ১৯ (সন্দেহভাজন বা নিশ্চিত রোগে দাফন কাজে নিয়োজিত-করোনা মহামারীতে মৌলভীবাজার জেলার ১ম সেচ্ছাসেবী সংগঠন, যা মৌলভীবাজারে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে লাশ দাফন, ফ্রী অক্সিজেন ও নেবুলাইজার সেবা, জীবাণুনাশক স্প্রে ছিটিয়ে মৌলভীবাজার পৌর শহর জীবাণু মুক্তকরণ কাজে অংশগ্রহণ, রক্তদান, সাধ্য অনুযায়ী করোনা ভাইরাসে আক্রান্ত র”গীর সহযোগিতা, সামাজিক দূরত্ব বজায় রেখে জীবাণুনাশ স্প্রে ছিটিয়ে মৌলভীবাজার মহিলা সংস্থার ত্রান বিতরনে সহযোগিতা সহ বিভিন্ন সংগঠনকে সহযোগিতা করে আসছে আর এসব মানব সেবা তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন বিনা পারিশ্রমিকে করে থাকে। তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন এর টিম প্রধান বলেন, শুধু করোনা মহামারীতে নয়, আগামীতে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব।
মন্তব্য করুন