গাঁজাসহ পেশাদার দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

June 14, 2020,

স্টাফ রিপোর্টার॥ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর কোম্পানী কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি এর নেতৃত্বে এএসপি মোঃ আব্দুল খালেক ও এএসপি সোমেন মজুমদার সহ একটি আভিযানিক দল অভিযান চালায়।

১৩ জুন শনিবার  হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন দক্ষিণ দেওরগাছ হতে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ মহিবুর রহমান (২৬), পিতা- নুরুল ইসলাম, সাং- খড়মপুর বস্তি, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ, মোঃ বাবুল মিয়া (৩৪), পিতা-আঃ মোতালেব, সাং- দেওরগাছ, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জদ্বয়কে গ্রেফতার করে তাদের হেফাজত হতে ২০ কেজি গাঁজা ও ২ টি মোবাইল উদ্ধার ও জব্দ করে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় মামলা দায়ের পূর্বক আসামীদ্বয়কে সংশি¬ষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com