গিয়াসনগরে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

September 12, 2020,

স্টাফ রিপোর্টার॥ পুলিশ ও জনগনের দুরত্ব কমানোর উদ্দেশ্যসহ মাদক র্নিমুল ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সুপার এর সার্বিক দিক নির্দেশনায় ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

১২নং গিয়াসনগর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক, বিট অফিসার এসআই মোহাম্মদ বাছেদ মিয়া, গিয়াসনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছুরুক মিয়া, সেক্রেটারী জিলা মিয়া।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ,কর্মকর্তা, কর্মচারী,গ্রাম পুলিশ ও বিভিন্ন শ্রেণি পেশার জনসাধারণ।

সভায় অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক বলেন, মাদক ব্যবসায়ী ও মাদক সেবক যুবসমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। তাই তাদেরকে আশ্রয় প্রশ্রয় না দিয়ে আইনের হাওলা করার জন্য সবার সহযোগিতা একান্তভাবে কাম্য। মাদকের ভয়াবহতা মানুষকে কিভাবে ধংশ করে সে বিষয়ে কুরআনের আলোকে তরুন সমাজকে সচেতন করতে মসজিদের ইমামদের প্রতি আহবান জানান। যে কোন প্রয়োজনে দালালের সরনাপন্ন না হয়ে সরাসরি থানায় গিয়ে অভিযোগ করার জন্য সকলের প্রতি আহবান জানান।

তিনি আরও বলেন, গিয়াসনগর ইউনিয়নের চা বাগান এলাকার মাঝে সংগঠিত বিভিন্ন ধরনের অপরাধ রোধ করার জন্য সবার সহযোগিতা চেয়ে সকল জনপ্রতিনিধি, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেন এবং গিয়াসনগর ইউনিয়ন সহ মৌলভীবাজারের আইন শৃঙ্খলা পরিস্হিতি স্বাভাবিক রাখতে মাদক- চোরাচালান ও অপরাধ র্নিমুলে চেয়ারম্যান সহ উপস্থিত সকলের সহযোগিতা চান তিনি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com