চাঁদাবাজির মামলায় জামিন পেলেন প্রবাসী মুন্না

মাহফুজ শাকিল॥ সিলেটে চাঁদাবাজির মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ফিনল্যান্ড প্রবাসী সাজ্জাদুর রহমান মুন্নার (৩৫) জামিন মঞ্জুর করেছেন সিলেট ম্যাজিস্ট্রেট আদালত দুই। গত সোমবার সিলেট ম্যাজিস্ট্রেট আদালত ২ এর বিচারক সুমন ভূঁইয়া এই জামিন আবেদন মঞ্জুর করেন।
উল্লেখ্য, সিলেট মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর প্রবাসী সাজ্জাদুর রহমান মুন্না ও তার ভাই বেলাল আহমদের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলা করেন কুলাউড়ার ভাটেরা ইউপি চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম। এরপর মুন্না ও তার ভাই বেলালের বিরুদ্ধে চলতি মাসের ৭ নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
গত বুধবার ১৬ নভেম্বর রাত সাড়ে সাতটায় ফিনল্যান্ড প্রবাসী মুন্নাকে সিলেটের ফেঞ্চুগঞ্জ টোল প্লাজা থেকে গ্রেপ্তার করে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ। পরে তাকে সিলেটের শাহপরান থানায় হস্তান্তর করা হয়। সেখানকার থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করলে তাকে কারাগারে পাঠানো হয়।
মুন্না কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের চকের গ্রামের বাসিন্দা মো. হিরা মিয়ার ছেলে ও ফিনল্যান্ড প্রবাসী। বর্তমানে সাজ্জাদুর রহমান মুন্নার সিলেটের শাহপরান থানার শিবগঞ্জের সোনাপাড়া এলাকায় বসবাস করছেন।
মন্তব্য করুন