চার দিন বন্ধ থাকার পর শেরপুর, সিলেট-ঢাকা মহাসড়ক খুলে দেয়া হয়েছে

July 7, 2020,

স্টাফ রিপোর্টার॥ চার দিন (৪দিন) বন্ধ থাকার পর ব্যস্ততম সড়ক ঢাকা-সিলেট মহাসড়ক ৭ জুলাই মঙ্গলবার সকাল ৬টা থেকে গাড়ী চলাচল এরজন্য খুলে দেয়া হবে।
শেরপুর ও কাগজপুর সেতু মেরামতের জন্য চারদিন সড়কটি গত ৩ জুলাই ভোর ৬টা হতে ৭ জুলাই ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকে।সিলেট-ঢাকা মহাসড়কের ১৯২তম কিলোমিটারের শেরপুর সেতু ও ১৯৭তম কিলোমিটারের কাগজপুর সেতুর ক্ষতিগ্রস্থ ডেকস্ল্যাবেমেরামত কাজ জন্য গুরত্বপূর্ণ এই সড়কটি বন্ধ ছিলো।মেরাতম কাজ চলাকালীন সেতু দুটির উপর দিয়ে সকল ধরনের যানচলাচল বন্ধ থাকায় মানুষের চরম ভোগান্তি হয়েছে।
সেজন্য সিলেট থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে সিলেটগামী সকল প্রকার যানবাহনকে বিকল্প পথ হিসেবে ঢাকা থেকে মিরপুরঅথবা শেরপুর হয়ে মৌলভীবাজার সদর হয়ে রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক ব্যবহার করতে হয়েছে।
এব্যাপারে দায়ীত্বরত কর্মকর্তা কবির আহমেদ এর সাথে মোটুফোনে একাধিকবার কল দিলে তিনি মোবাইল রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com