চীনের সিনোফার্মের কোভিড-১৯ ভ্যাকসিন ৩৭৬০০ ডোজ পৌছায়

August 21, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে চীনের সিনোফার্মের কোভিড-১৯ রোগের প্রতিষেধক হিসেবে তৈরী ৩৭৬০০ ডোজ ভ্যাকসিন পৌছায়।
২১ আগস্ট শনিবার সকালে সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ ভ্যাকসিন গ্রহন করেন। গ্রহনকৃত ভ্যাকসিন ইতোমধ্যে জেলা ইপিআই ভবনে যথাযথ তাপমাত্রায় সংরক্ষণ করা হয়েছে। জেলায় এ পর্যন্ত ৩,১৮,৪৮০ ডোজ ভ্যাকসিন বরাদ্দ আসে। পাশাপাশি ভ্যাকসিন দেয়া হয়েছে ২,৬৫,৫৭২ ডোজ। ভ্যাকসিনগুলো জেলার মোট ৭টি স্থায়ী কেন্দ্রে যথাসময়ে বিতরণ করা হবে।
সিভিল সার্জন আরও জানান, ভ্যাকসিন গ্রহন সংক্রান্ত যেকোন তথ্যের জন্যে রেজিস্ট্রেশনকৃত কেন্দ্রে যোগাযোগ করার জন্য। এসএমএস প্রাপ্তি সাপেক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি পালন করে সুশৃঙ্খলভাবে ভ্যাকসিন গ্রহন করার জন্য অনুরোধ করেন তিনি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com