ছাত্রকল্যাণ পরিষদ বাছিরপুর এর অভিষেক ও কমিটি গঠন সম্পন্ন সভাপতি সাজেদুল, সাধারণ সম্পাদক আশরাফ

August 29, 2018,

আশরাফ আলী॥ “শিক্ষার আলো ঘরে ঘরে, কোন শিশু যাবে না ঝরে” এই স্লোগানকে সামনে রেখে ছাত্রকল্যাণ পরিষদ বাছিরপুর এর অভিষেক ও কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার ২৮ আগষ্ট রাতে বাছিরপুর পয়েন্ট সংলগ্ন মাঠে অভিষেক অনুষ্ঠানে সাজেদুল ইসলামকে সভাপতি ও আশরাফ আলীকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ তানভীর, সুমিত বৈদ্য, সহ-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, কোষাধ্যক্ষ হাফেজ আতিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আফজাল হোসাইন হাসান, সমাজসেবা সম্পাদক তানভীর আহমদ, শিক্ষা ও মানব উন্নয়ন সম্পাদক আব্দুল ওয়াহিদ তামিম, নির্বাহী সদস্য আব্দুল আজীজ শাহিন ও সালেহ আহমদ। এবং ৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

পরে সংগঠনের উপদেষ্টা এম এ সালামের সভাপতিত্বে ও সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ তানভীরের পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রীকান্ত দাশ। বিশেষ অতিথি ছিলেন জেলা পল্লী চিকিৎসক সমিতির সহ-সভাপতি ইসমাঈল হোসেন মাস্টার, বিশিষ্ট সংগঠক মাহবুবুল আলম জলিল, সমাজসেবী জয়নাল আবেদীন, নাট্যকার সৈয়দ আলতাফ মাহমুদ, জুড়ী স্টুডেন্ট এসোসিয়েশন সিলেট এর সভাপতি ইমরান হোসাইন।

সংগঠনের পক্ষ থেকে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচী নিয়ে বক্তব্য রাখেন ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আশরাফ আলী। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাজেদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আফজাল হোসাইন হাসান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com