ছুটির দিনে কুলাউড়ার শরীফপুরে সোনালী ব্যাংকের বৃদ্ধ ও প্রতিবন্ধীদের ভাতা প্রদান

May 9, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধকালে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যাংক শাখার বাহিরে ভাতাভোগীদের সাপ্তাহিক ছুটির দিনে প্রতিবন্ধী ও বৃদ্ধদের ভাতা প্রদান করেছে সোনালী ব্যাংক শমশেরনগর শাখা। ৯ মে শনিবার সকাল থেকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গনে ১২শ’ জন ভাতাভোগীর মাঝে ভাতা বিতরণ করা হয়।

সোনালী ব্যাংক শমশেরনগর শাখা ব্যবস্থাপক প্রিন্সিপাল অফিসার রিপন মজুমদার বলেন, করোনা দুর্যোগের সময় এক সাথে সহস্রাধিক মানুষের মাঝে ব্যাংক শাখা ভাতা প্রদান ঝুঁকিপূর্ণ। তাই গত বুধবার শমশেরনগর চা বাগান মাঠে ইউনিয়নের ১৬শ’ ভাতাভোগীর মাঝে ভাতা প্রদান করা হয়েছে। শনিবার কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ১২শ’ জন বৃদ্ধ ও প্রতিবন্ধী ভাতাভোগীর মাঝে ভাতা প্রদান করা হয়। তিনি আরও বলেন, এই দুর্যোগকালে ভাতাভোগীরা অতিরিক্ত ভাড়া দিয়ে সিএনজি অটোরিক্সা যোগে ব্যাংক শাখায় লোকদের আসার চেয়ে তার নিজ এলাকায় ব্যাংকের লোকজন গিয়ে ভাতা দিলেন।

শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জুনাব আলী বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সোনালী ব্যাংক কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়। তবে কোনভাবেই ভাতাভোগীদের অসচেতনতার কারণে এ উদ্যোগ সফল করা যায়নি। তবে একটি কাজ হয়েছে প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শমশেরনগর বাজারে গিয়ে ভাতা নেওয়ার চেয়ে বাড়ির এলাকায় ভাতা পেয়েছেন ভাতাভোগীরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com