জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

পলি রানী দেবনাথ॥ “মুজিববর্ষের অঙ্গিকার, ঘরে ঘরে গ্রন্থাগার” এই প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজারে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২১ উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে বেলুন উড়ান এবং কেক কাটেন অতিথিরা।
জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগার, মৌলভীবাজার এর আয়োজনে ৫ ফেব্রুয়ারী শুক্রবার সকালে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম এর সভাপতিত্বে ও জুনিয়র লাইব্রেরিয়ান মো: জালাল উদ্দিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, অশোক কুমার সেন,সহকারী অধ্যাপক (প্রাণিবিদ্যা) মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ, আবু কাউসার, প্রোগ্রামার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, মৌলভীবাজার, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সরকারি গণ গ্রন্থাগারের লাইব্রেরিয়ান মো: হাবিবুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম।
মন্তব্য করুন