শামীমা রিতু॥
জারুল ফুল জারুল ফুল
মন ভুলানো তুমি
আলতো ছোঁয়ায় উদাস।করো
কেমনে থাকি আমি।।
অপরূপা রঙের বাহার
পাঁপড়ি দিয়ে ঘেরা
সবুজ পাতায় রানী তুমি
ব্যাকুল হৃদয় কাড়া।।
বোশেখ মাসে আসো তুমি
পবনে যাও ঝরে
জারুল তোমার মোহমায়ায়
গিয়েছি আমি পড়ে। ।
Related
সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”
মন্তব্য করুন