জুড়ীতে ৩ ইউনিয়নে বিএনপির কাউন্সিল সম্পন্ন

July 12, 2025,

জুড়ী প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জুড়ী উপজেলা শাখার অন্তর্গত তিনটি ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।

কাউন্সিলে ভোটারদের গোপন ভোটে প্রতিটি ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিভিন্ন তারিখে অনুষ্টিত নির্বাচনে কাউন্সিলরগণ স্বপ্রণোদিত ভাবে উপস্থিত হয়ে তাদের পছন্দের প্রার্থীকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয় এবং গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

১০ জুলাই বৃহস্পতিবার গোয়ালবাড়ি ইউনিয়নে ভোট গ্রহণ করা হয়। ৪৩৯ ভোটারের মধ্যে ৪০৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি নির্বাচিত হয়েছেন রিয়াজ মিয়া। তিনি পেয়েছেন ২৯১ ভোট। অপরপ্রার্থী সিরাজুল ইসলাম বটন ১০৮ ভোট পেয়েছেন। ২৭৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সোহেল আহমদ। অপরপ্রার্থী আবুল কালাম ১১৭ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে ২৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো: চান্দ আলী মচু। অপরপ্রার্থী জমির উদ্দিন ১০১ ভোট পেয়েছেন।

এর আগে ফুলতলা ইউনিয়ন নির্বাচনে ৩৮০ ভোটারের মধ্যে ৩৪৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। তন্মধ্যে ১৫২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন জামাল উদ্দিন সেলিম। অপরপ্রার্থী মো: মাসুক মিয়া ৯৮, মো: সোয়াগ মিয়া ৬১ ও আব্দুল জলিল ৩৪ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো: সিদ্দিকুর রহমান। অপরপ্রার্থী ইমতিয়াজ গফুর মারুফ ১০৬, স্বপন মল্লিক ৯২ ও মো: আকদ্দছ আলী ২৫ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে সর্বোচ্চ ২০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তজমুল আলী। অপরপ্রার্থী আব্দুল কুদ্দুছ ১৪১ ভোট পেয়েছেন।

পূর্বজুড়ী ইউনিয়ন নির্বাচনে ৩৪৯ ভোটারের মধ্যে ৩১৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মুহিদ আলী নামর। তিনি পেয়েছেন ১৮৫ ভোট। অপরপ্রার্থী হারুন মিয়া ১২২ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত সহিবুর রহমান তুয়েল। তিনি পেয়েছেন ১৮৫ ভোট। অপরপ্রার্থী  মো: সুজন আহমদ ১১৮ ভোট পেয়েছেন। ১৮৫ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন  মো: জাইন উদ্দিন। এ পদের অপরপ্রার্থী নুর উদ্দিন ১১৭ ভোট পেয়েছেন।

নির্বাচন কমিশনের আহবায়ক ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডা: মেস্তাকিম হোসেন বাবুল, সদস্য সচিব  নজরুল ইসলাম ও সদস্য মো: আব্দুল মালিক।

প্রিজাইডিং অফিসার ছিলেন শিক্ষক দিবাকর দাস, সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন প্রভাষক সাইদুল ইসলাম, শিক্ষক নজরুল ইসলাম ও শিক্ষক সেলিম উদ্দিন।

সম্মেলন ও কাউন্সিলে মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহমদ মিঠু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাছুম রেজা, যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আছকরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com