জুড়ীতে ৮’শ চা শ্রমিককে রেনকোট দিলেন পর্তুগাল প্রবাসী মাহবুব হাসান সাচ্চু

May 22, 2025,

আব্দুর রব : জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কৃতি সন্তান, সাবেক ফুটবলার পর্তুগাল প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চু তার ইউনিয়নের রত্না, শিলুয়া, এলাপুরসহ পাঁচটি চা বাগানের ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে চা পাতি চয়নে নিয়োজিত অসহায় ও নিপীড়িত ৮০০ নিয়মিত চা শ্রমিকের পাশে দাঁিড়য়েছেন। ব্যাতিক্রমী উদ্যোগ নিয়ে নিজ অর্থায়নে তিনি প্রাকৃতিক দুর্যোগেও কাজের সুবিধার্থে তাদেকে উন্নতমানের ৮০০ পিস রেনকোট প্রদান করেছেন।

প্রভাতী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি ও গোয়ালবাড়ি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী পর্তুগাল প্রবাসী মাহবুব হাসান সাচ্চুর পক্ষ থেকে ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত বাগানে বাগানে গিয়ে উপহার স্বরূপ শ্রমিকদের হাতে এসব রেনকোট তোলে দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সোহেল আহমদ, রত্না বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সুমন ঘোষ, সমাজসেবক, রুবেল আহমদ প্রমুখ।

মুঠোফোনে প্রবাসী মাহবুব হাসান সাচ্চু জানান, চা শ্রমিক মা-বোনেরা জীবিকার তাগিদে বৃষ্টিতে ভিজে চা পাতা উত্তোলন করেন। বৃষ্টিতে ভিজার কারণে নানা অসুখ-বিসুখে আক্রান্ত হন। তাদের এই দুর্ভোগ ও অসহায়ত্বের কথা চিন্তা করে আমি এই উদ্যোগ নিয়েছি। সমাজের পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা, যুবসমাজকে খেলাধুলার পাশাপাশি মানবিক কাজে সম্পৃক্ত করে মাদক, অশ্লীলতা, ইভটিজিং ও হানাহানি মুক্ত সমাজ প্রতিষ্টা করাই আমার লক্ষ্য।

জুড়ী ইউএনও বাবলু সূত্রধর জানান, প্রবাসী মাহবুব হাসান সাচ্চু একটি ব্যতিক্রমী চমৎকার উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি এই রেমিটেন্স যোদ্ধাকে সুযোগ থাকলে অসহায় মহিলাদের আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com