জুড়ীতে এপেক্স ক্লাব অবস বাংলাদেশের বৃক্ষ রোপণ কর্মসূচি’র উদ্বোধন

জুড়ী প্রতিনিধি॥ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অবস বাংলাদেশ এর জাতীয় সভাপতি অধ্যাপক এপেঃ নিজাম উদ্দিন পিন্টু এর ঘোষণা অনুযায়ী সারাদেশে একলক্ষ বৃক্ষ রোপণ কর্মসূচি-২০২০ উদযাপন উপলক্ষে এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালী ও এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউ যৌথ্য আয়োজনে এক বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করেছে।
শুক্রবার ৯ ই অক্টোবর বিকাল ৩ টায় জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নে জুড়ী জালালীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা চত্তরে উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ,জেলা -৪ এর গভর্ণর এপেঃ শাহেদুর রহমান শাহেদ। উপস্থিত ছিলেন জেলা -৪ সেক্রেটারি এপেঃ নাজমুল হুদা, জুড়ী থানায় কর্মরত এস আই হামিম চৌধুরী। এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের পিপি এপেঃ শহীদুল ইসলাম তনয়,প্রেসিডেন্ট এপেঃ শফিউল আলম সৌরভ। জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর পিপি এপেঃ সিরাজুল ইসলাম, বর্তমান প্রেসিডেন্ট প্রভাষক এপেঃ সোহেল রানা,পিপি এপেঃ নাজিম উদ্দীন মানিক, আইপিপি এপেঃ এম রাজু আহমেদ,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ আনোয়ার হোসেন, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ হাবিবুর রহমান, সেক্রেটারি এন্ড ডিএনএডিটর প্রভাষক এপেঃ জহিরুল ইসলাম, ফ্লোর মেম্বার এপেঃ মোঃ বদরুল ইসলাম, ফ্লোর মেম্বার এপেঃ সোহেল আহমদ। এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউ এর চার্টার প্রেসিডেন্ট এপেঃ মোঃ আব্দুল আজিজ,বর্তমান প্রেসিডেন্ট এপেঃ জুয়েল রানা, আইপিপি ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, সেক্রেটারি এন্ড ডিএনএডিটর ডাঃ এপেঃ আনিছুর রহমান শিপলু, ফ্লোর মেম্বার মোঃ আব্দুস শহীদ মাষ্টার প্রমূখ। এপেক্স ক্লাব অব ফেঞ্চুগঞ্জ এর সেক্রেটারি এন্ড ডিএনএডিটর এপেঃ আবুল হোসেন।
অনুষ্টানে প্রধান অতিথি উভয় ক্লাবের সেবা কার্যক্রমে ভূয়সী প্রশংসা করে বলেন আমি আশা করি এপেক্স বাংলাদেশের মধ্যে আপনাদের ক্লাবগুলো কিছু যোগ্য নেতৃত্বের মাধ্যমে অনেক দুর এগিয়ে যাবে। উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে বৃক্ষ রোপণের মাধ্যমে এপেক্সের পতাকা ছড়িয়ে দিবেন এ আশা করি।কারণ আপনারা পারবেন। অতিতে আপনারা অনেক সেবামূলক কর্মকান্ড করে সুনাম অর্জন করেছেন। তাই জাতীয় সভাপতির ঘোষণা বাস্তবায়নে আপনাদের সহযোগিতা কামনা করি।
মন্তব্য করুন